Sambad Samakal

Chhat Puja: যাদবপুরে বেঙ্গল ল্যাম্পের পুকুরে ছট নয়! কী নির্দেশ হাইকোর্টের?

Oct 30, 2024 @ 6:36 pm
Chhat Puja: যাদবপুরে বেঙ্গল ল্যাম্পের পুকুরে ছট নয়! কী নির্দেশ হাইকোর্টের?

যাদবপুরে বেঙ্গল ল্যাম্প কারখানা সংলগ্ন পুকুরল আর করা যাবে না ছটপুজো! বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এমনই নির্দেশ দিলেন।

বেঙ্গল ল্যাম্পের ঝিলে ছটপুজোয় রাজি ছিল না মালিকপক্ষ। তবু দীর্ঘদিন ধরে ঘটা করে হত ছট। এমনকী কলকাতা মেট্রো পলিটন ডেভলপমেন্ট অথিরিটি-র তরফে ওই এলাকার ছট পুজোর জন্য বিজ্ঞাপনও দেওয়া হত বলে অভিযোগ। যার বিরুদ্ধে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।

বেঙ্গল ল্যাম্প সংস্থার অভিযোগ, কোম্পানির তরফে ছটপুজোর বিরোধিতা করলেও তাতে কর্ণপাত করেনি কেএমডিএ। পরিবর্তে বেশ বড় করে বিজ্ঞাপন দিয়ে এই ছট পুজোর আয়োজন করা হত। ফলে কারখানা চত্বর নোংরা হত বলেও অভিযোগ। আদালতে বেঙ্গল ল্যাম্পের তরফে জানানো হয়, ২০২১ সালে কলকাতা পুরসভা ওই জায়গা অপরিষ্কার হওয়ার জন্য জরিমানা পর্যন্ত করছে। কিন্তু লাভ কিছু হয়নি। এখন সাধারণ মানুষ অবাধে প্রবেশ করে ওখানে পুকুরে পুজো করে এবং নোংরা করে।

এই ব্যাপারে রাজ্যের আইনজীবী জানান, কলকাতা পুরসভা যে জরিমানা করেছিল সেটা ওই এলাকা অপরিষ্কার থাকার কারণে। আর কেএমডিএ বিজ্ঞাপন দিত কারণ দীর্ঘদিন ধরেই ওই পুকুরে ছট পুজো হয়ে আসছে। হাইকোর্টের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরে স্বভাবতই হতাশ এলাকার বাসিন্দারা।

Related Articles