ব্রিটিশ আমলে বাংলার বিভিন্ন প্রান্তেই কালীপুজোর সঙ্গে যোগ ছিল স্বদেশী বিপ্লবীদের। তবে বন্দেমাতরম মন্ত্রে কালীপুজো! এক কথায় অভিনব। হ্যাঁ, এমনই অভিনব এক পুজোর নাম পশ্চিম বর্ধমানের ভবানী পাঠকের পুজো। ভবানী পাঠকের সঙ্গে সরাসরি এই পুজোর কোনও সম্পর্ক না থাকলেও, তিনি যেভাবে জঙ্গলের মধ্যে মধ্যরাতে শক্তির দেবীর আরাধনা করতেন, ঠিক একইভাবে এই পুজো করত ডাকাতরা। শুধু তাই নয়, এলাকাবাসীদের দাবি, একসময় এই কালীমন্দিরে এসে আত্মগোপন করেছেন বহু বিপ্লবীও।
ব্রিটিশ আমলে এই কালীপুজোর সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লবীরাও। তাই এই পুজোর বিশেষ মন্ত্র হল “বন্দেমাতরম জয় জয় ভারতবর্ষম।” এখনও পুজোর সময়ে উচ্চারিত হয় এই মন্ত্রই। ভুত চতুর্দশীর দিন অর্থাৎ কালীপুজোর আগের দিন তন্ত্র মতে পুজো হয়। প্রায় একশো বছর ধরে পঞ্চমুন্ডি আসন, শেয়াল ও মানুষের মাথার খুলি রয়েছে এই মন্দিরে।