আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণের ক্ষোভ প্রশমনে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।
জানানো হয়েছ, যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তা খতিয়ে দেখবে জেলা প্রশাসন। পঞ্চায়েত ভিত্তিক তালিকা খতিয়ে দেখা হবে। কোনও যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা হবে বলে বার্তা নবান্নের।