দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কাটিয়ে এই মুহূর্তে কালীপুজো ও ভাইফোঁটা প্রস্তুতি সারছে বাঙালি। এরমধ্যেই নভেম্বর মাসে ১৪ দিন ছুটি! সরকারি দফতরে কাজ করলে ‘বেরিয়ে পড়া’র আদর্শ যোগ!
৩১ অক্টোবর, বৃহস্পতিবার কালীপুজো। রাজ্য সরকার পরের দিন ১ নভেম্বর, শুক্রবারও ছুটি দিয়েছে। সেই শুক্রের ছুটির পরে শনি ও রবি মিলিয়ে চার দিনের ছুটি। তবে মাঝে রবিবার অর্থাৎ ৩ নভেম্বর আবার ভাইফোঁটা। তাই রাজ্য সরকার পরের দিন অর্থাৎ সোমবারও ভাইফোঁটার অতিরিক্ত ছুটি ঘোষণা করা রয়েছে। ফলে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর একটানা পাঁচ দিনের ছুটি।
আবার ৭ নভেম্বর ছটপুজোর ছুটি, দিনটা বৃহস্পতিবার। রাজ্য সরকার পরের দিন শুক্রবারও ছটের অতিরিক্ত ছুটি দিয়েছে। পরেই শনি ও রবিবার মিলিয়ে একটানা ফের চার দিনের ছুটি।
কিছু দিনের ছুটির বিরতির পরে ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন। তাও আবার শুক্রবার। শনি, রবি মিলিয়ে তিন দিনের টানা ছুটি। এরপরে ২৩ ও ২৪ তারিখ শনি, রবি বার। আবার একদম মাসের শেষে ৩০ তারিখ শনিবার। ফলে ডিসেম্বর মাস শুরুও হচ্ছে ছুটির দিন রবিবার দিয়ে।