Sambad Samakal

Kali Puja: সোনা-রুপোয় সেজে উঠছেন মা কালী, কড়া পাহারায় কলকাতা পুলিশ

Oct 31, 2024 @ 4:36 pm
Kali Puja: সোনা-রুপোয় সেজে উঠছেন মা কালী, কড়া পাহারায় কলকাতা পুলিশ

বৃহস্পতিবার কালীপুজোর দিনে ভরী ভরী সোনা-রুপোর গয়নায় সেজে ওঠেছেন মা কালী। শুধু মন্দির বা বাড়ির ঠাকুর নয়, শহর কলকাতায় বহু বারোয়ারি পুজোর ঠাকুরের গায়েও উঠেছে মহা মূল্যবান সোনা-রুপোর গয়না। আর সেই অলঙ্কার পাহারা দিতে বিশেষ দল গঠন করেছে কলকাতা পুলিশ।

জানা যাচ্ছে, প্রতি শিফটে দু’জন করে কলকাতা পুলিশের সশস্ত্র রক্ষী রাইফেল হাতে পাহারা দেবেন মা কালীর গয়না। লালবাজার সূত্রে খবর, মোট ৩৩টি মণ্ডপের জন্য এই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যার মধ্যে উত্তর কলকাতায় রয়েছে ১৪টি, দক্ষিণ কলকাতায় ৬টি, মধ‌্য কলকাতায় ৫টি, দক্ষিণ-পূর্ব কলকাতায় ৪টি, দক্ষিণ শহরতলি অঞ্চলে ৩টি ও বন্দর এলাকার ১টি পুজো মণ্ডপে থাকছে পুলিশি প্রহরা।

Related Articles