Sambad Samakal

Kali Puja: ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা, কীভাবে পূজিতা হন মা কালী?

Oct 31, 2024 @ 1:25 pm
Kali Puja: ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা, কীভাবে পূজিতা হন মা কালী?

৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম হল বীরভূমের কঙ্কালীতলা। কথিত রয়েছল, এখানে মায়ের কাঁখাল বা কোমরের হাড় পড়েছিল। ৫১ পীঠের শেষ পীঠ কঙ্কালীতলায় রয়েছে একটি কুণ্ড। মায়ের স্নানজল হিসেবে ব্যবহার হয় এই কুণ্ডের জল। মন্দির লাগোয়া স্থানেই রয়েছে একটি শ্মশান। কালীপুজোর বিশেষ দিনে অন্নভোগ হিসেবে মাকে দেওয়া হয় ঘি-ভাত, সাদা ভাত, পাঁচ রকমের তরকারি, ডাল, চাটনি ও পায়েস।

কঙ্কালীতলা সতীপীঠের অন্যতম প্রধান আকর্ষণ কুণ্ড। ভক্তদের বিশ্বাস, এই কুণ্ডের ঈশাণ কোনে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত রয়েছে। দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছেন। কোমর বা কাঁখাল থেকেই স্থানীয় ভাবে দেবীর নামকরণ হয়েছিল কঙ্কালী। কিন্তু পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা নামেই পরিচিত।

Related Articles