বৃহস্পতিবার সকাল থেকেই শক্তির দেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। কোথাও কালী, কোথাও মহালক্ষ্মী রূপে চলছে পুজোর প্রস্তুতি। কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বরে ইতিমধ্যেই কার্যত মানুষের ঢল নেমেছে পুজো দিতে।
কালীঘাট মন্দিরে দেবী কালীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়ে থাকে। অন্যদিকে, সকাল থেকেই তারাপীঠ মন্দিরে দেবীর বিশেষ ভোগ তৈরির প্রস্তুতি চলছে। বাইরে ভিড় করেছেন পূণ্যার্থীরা। দক্ষিণেশ্বরে ভবতারিণী রূপে পূজিতা হন দেবী কালী। এদিন সকাল থেকেই পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন রয়েছে মন্দির চত্বরে। বিকেলের বিশেষ মঙ্গলারতির জন্য জোরকদমে চলছে প্রস্তুতি।