Sambad Samakal

অভিনেত্রী ভবানী গান্ধীর ছোটবেলার স্বপ্ন ছিল এয়ারহোস্টেস হওয়ার

Mar 19, 2021 @ 5:50 pm
অভিনেত্রী ভবানী গান্ধীর ছোটবেলার স্বপ্ন ছিল এয়ারহোস্টেস হওয়ার

অভিনেত্রী ভবানী গান্ধী ক্যারিয়ার শুরু করেন প্রিন্ট শ্যুট দিয়ে। বেশ অল্প বয়সে এই পেশায় এসে খুব কম সময়ে পরিচিতিও পেয়ে যান। এরপরই তিনি মুম্বইয়ে যান। সেখানেও নিজেকে প্রিন্ট মিডিয়াতেই ব্যস্ত রাখেন।

গুররাটের ভাপি জেলায় জন্মগ্রহণ করেন ভবানী। ছোটবেলায় স্বপ্ন ছিল এয়ারহোস্টেস হওয়ার। কিন্তু বিজ্ঞাপনের কাজও খারাপ লাগছিল না। এরপর ঘটনাচক্রে চলে আসেন অভিনয় জগতে।

বছর দশেক আগে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন ভবানী। অভিনয়ের দক্ষতার কারণে এক্ষেত্রও তিনি লাইম লাইটে কেড়েছিলেন। এর মধ্যেই গুজরাটি থিয়েটারে কাজ করার সুযোগ হাতছাড়া করেননি ভবানী। কিছু থিয়েটার প্রোডাকশন নিয়ে লন্ডন, নাইরোবির মতো জায়গাতেও পারফর্ম করতে যান তিনি। থিয়েটারে অভিনয় করতে করতেই তিনি গুজরাটি সিনেমাতেও সুযোগ পান। সিনেমায় সব রকমের চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তাঁর চাহনির আবেদনই দর্শকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

তাঁর ছকভাঙা সৌন্দয্য তাঁকে আরও বেশি কাজ পেতে সাহায্য করেছিল। জীবনে অনেক সময়ই সমালোচনার মুখে পড়তে হয়েছে। পড়তে হয়েছে ভালো-মন্দ সব রকমের পরিস্থিতিতেই। অভিনেত্রী হওয়ার পাশাপাশি ভবানী একজন সৃজনশীল মানুষও বটে। বিভিন্ন রকমের কাজে তাঁর আগ্রহের শেষ নেই। সহানুভূতিশীল এবং নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করতেও পিছপা হন না। জীবনের আনন্দ বন্ধুদের সঙ্গেও ভাগ করে নেন। ভাগ্যে বিশ্বাসী ভবানী তৈরি জীবনের প্রতিটি পরিস্থিতি সে যেভাবেই আসুক না কেন তাকে গ্রহণ করার জন্য।

Related Articles