Sambad Samakal

ADMISSION: আর্টস মাল্টিমিডিয়া কোর্সে ভর্তি, প্রচুর চাকরির সুযোগ

Sep 13, 2021 @ 12:58 pm
ADMISSION: আর্টস মাল্টিমিডিয়া কোর্সে ভর্তি, প্রচুর চাকরির সুযোগ

স্বপ্নরেখা সেনশর্মা

খুব মন খারাপ করে বাড়ি ফিরছিল সনৎ ও রাহুল। কলেজে অনার্সে ভর্তির থার্ড লিস্টেও দু’জনেরই নাম নেই। অথচ দু’জনেই উচ্চ মাধ্যমিকে ৬৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। হালিশহরের সনৎ বিজ্ঞান আর নৈহাটির রাহুল কলা বিভাগ নিয়ে ফার্স্ট ডিভিশন পেয়েও এখনও কলকাতার ভালো কলেজে ভর্তি না হতে পেরে সত্যিই খুবই ভেঙে পড়ছে। রানাঘাট স্পেশাল ট্রেনের জানলায় বসে এই নিয়ে দুই বন্ধু কথা বলছিল। বারাকপুর ছাড়তে কামরায় ভিড় কিছুটা বেড়ে গেল। দু’জন ছাত্র ও দু’জন অভিভাবক একসঙ্গে উঠে সনৎদের পাশে দাঁড়ালেন। এঁদের বাড়ি কাঁচরাপাড়া ও কল্যাণী। দুই স্টেশন পার হতে রাহুল-সনৎ-এর হতাশা কানে আসতেই বিজন কর্মকার নামে এক অভিভাবক এগিয়ে এলেন। প্রশ্ন করলেন, অনার্স না পড়লে ক্ষতি কী? অন্য কিছু পড়, কেরিয়ার কোর্সে ভর্তি হয়ে যাও। পাল্টা রাহুল জানতে চাইল, আমি তো আর্টস নিয়ে পড়েছি, কেরিয়ার কোর্স পড়ব কীভাবে? কথা শেষ হওয়ার আগেই বিজনবাবু বললেন, “শুধু ৬০ শতাংশ নম্বর পেলেই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে ‘বিবিএ মাল্টিমিডিয়া অ্যানিমেশন টেকনোলজি’ কোর্সে যে কেউ ভর্তি হতে পারে। মাত্র সাড়ে তিন বছরের কোর্স, তাও শেষ ছয়মাস কর্পোরেট সংস্থায় ইন্টার্ন। চাকরির গ্যারান্টি নিশ্চিত।” অনলাইনে ওই কোর্সে ছেলে ও তার বন্ধুকে ভর্তি করালেও এদিন বিজনবাবুরা ব্যারাকপুরের নোয়াপাড়ায় গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখতে।

বাহুবলী বা জঙ্গল বুক সিনেমা দেখেছ? প্রশ্ন করেন বিজনবাবু? উত্তরে সনৎ জানায়, “হ্যাঁ, দারুণ সব অ্যানিমেশন আর গ্রাফিক্সের কাজ।” তুমিও ওই সমস্ত কাজ ঘরে একটা কম্পিউটার নিয়ে বসেই করতে পারবে, যদি সাড়ে তিন বছরের ওই কোর্স করতে পার। আসলে এখন হলিউডের যত অ্যানিমেশন ছবি দেখ, তার সবই হচ্ছে 3D অ্যানিমেশন। আবার টম এন্ড জেরি বা ছোটা ভীম এর মতো ছবিগুলি হল 2D অ্যানিমেশন। তবে এই দু’টোই কিন্তু স্বামী বিবেকানন্দের কোর্সে আছে।” বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে ও ডিপার্টমেন্ট দেখে মুগ্ধ অভিভাবক দুই ছাত্রকে শোনালেন, “অনার্সে ভর্তি চিন্তা ছেড়ে সটান ‘মাল্টিমিডিয়া অ্যানিমেশন টেকনোলজি’ কোর্সের মতো অনেক কেরিয়ার কোর্সের যে কোনও একটায় ভর্তি হয়ে যেতে পার।”

সনৎ ও রাহুল, বাড়ি ফিরে পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে। রাহুলের এক আত্মীয় আবার শিক্ষা দফতরের অফিসার। তিনিই ফোন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুব্রত কুমার দে’র সঙ্গে কথা বলেন। উপাচার্য জানান,“সাড়ে তিন বছরের ‘মাল্টিমিডিয়া অ্যানিমেশন টেকনোলজি’ ছাড়াও এখানে দু’বছরের মাস্টার্স কোর্সও পড়ানো হচ্ছে। যে কোনও বিষয়ে গ্র‌্যাজুয়েট হলেই তিনি ওই কোর্সে ভর্তি হতে পারবেন। শুধু প্রথম ছয়মাস একটা ব্রিজ কোর্স করে পুরো বিষয়টি শেখানো হবে।”

স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া কোর্স করার পর ইন্টার‌্যাক্টিভ মিডিয়া, প্রমোশনাল ডিসপ্লে, জার্নাল, কর্পোরেট রিপোর্টস, মার্কেটিং ব্রোশিওর, সংবাদপত্র, ম্যাগাজিন, লোগো ডিজাইন ও ওয়েবসাইট ডিজাইন নিয়ে নানা কোম্পানিতে চাকরি পাওয়া সহজ। অ্যানিমেশন তৈরির চাকরি ছাড়াও আছে ইউটিউব, টিভি বিজ্ঞাপন, শিশুদের শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি, আর্কিটেকচার, ফিল্ম স্পেশাল এফেক্ট তৈরির কর্মজগৎ। বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অধ্যাপকরা জানান, “ধাপে ধাপে স্টোরিবোর্ড, লাইট সেটআপ, কম্পোজিট ও ফাইনাল রেন্ডার ছাড়াও সেট মডেলিং, ক্যারেক্টার মডেলিং, টেক্সচারিং শেখানো হচ্ছে।” 3D অ্যানিমেশনের কাজ জানা দক্ষ অ্যানিমেটরের প্রচুর ডিমান্ড রয়েছে কলকাতার পাশাপাশি মুম্বই ও চেন্নাইতে। কিন্তু চাহিদার তুলনায় দক্ষ ও অভিজ্ঞ, মাল্টিমিডিয়ায় জ্ঞান আছে এমন টেকনিশিয়ান নেই। রাহুল ও সনৎ, দু’জনে পুরোটা জানার পর নিজেরা তো ভর্তি হয়েছে, অন্যদের জন্যও যোগাযোগের নম্বর দিয়েছে। আরও জানতে এক্ষুনি ফোন করতে পারেন– 9163372101/9831448849

Related Articles