Sambad Samakal

Afganistan: পঞ্জশীরে পরাজয়! আফগানিস্তান ছাড়লেন সালেহ

Sep 6, 2021 @ 9:58 pm
Afganistan: পঞ্জশীরে পরাজয়! আফগানিস্তান ছাড়লেন সালেহ

ভেঙে গেল পঞ্জশীরে প্রতিরোধের দুর্গ। নর্দান অ্যালায়েন্সকে হারিয়ে শেষ দুর্গ পঞ্জশীর দখল করল তালিবান। এই পরিস্থিতিতে দেশ ছাড়লেন প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা তথা আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। দাবি তালিবানের।
তালিবান জানিয়েছে, তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন সালেহ। যদিও এনিয়ে আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতির কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রবিবার রাতেই পঞ্জশিরে সংঘর্ষ থামানোর বার্তা দেন মাসুদ আহমেদ। সোমবার সকালেই গোটা পঞ্জশির দখল করে নেওয়ার দাবি জানায় তালিবান। যদিও এদিন সকালে সালেহ জানান, তালিবানের দাবি মিথ্যা। কিন্তু এরপরই সালেহ দেশ ছেড়েছেন বলে খবর সামনে এসেছে।
তবে এর আগেও সালেহের দেশছাড়ার খবর পাওয়া গিয়েছিল। আম্তর্জাতিক সংবাদ মাধ্যমে সে খবর ছড়িয়েছিল। পরে অবশ্য তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন খোদ সালেহ। কিন্তু এবার তাঁর কোনও প্রতিক্রিয়া না মেলায় জল্পনা বাড়ছে।

Related Articles