Sambad Samakal

AIDS: ওষুধ ছাড়াই কীভাবে উধাও এইচআইভি?

Nov 19, 2021 @ 8:32 am
AIDS: ওষুধ ছাড়াই কীভাবে উধাও এইচআইভি?

কোনো ধরণের ওষুধ ছাড়াই শরীর থেকে উধাও হয়ে গেল এইচআইভি এইডসের জীবাণু। অবাক করা এই ঘটনাটি প্রকাশ্যে এনেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ‘এস্পেরাজনা রোগী’ নামের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যিনি কোনও ধরনের অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ না খেয়েই এইডস থেকে মুক্তি পেয়েছেন।

ইনি বিশ্বের দ্বিতীয় এমন ব্যক্তি, যাঁর দেহ থেকে এইচআইভি’র ভাইরাস আপনা থেকেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ও হার্ডার্ভের বিজ্ঞানীদের দাবি, এর আগেও ক্যালিফোর্ণিয়ায় এই ঘটনা ঘটেছিল। বছর ৭৪-এর এক মহিলা লোরিন উইলেনবার্গ, বিশ্বের প্রথম ব্যক্তি যিনি অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ ছাড়াই প্রায় ৩ দশক পর্যন্ত এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *