Sambad Samakal

Aircraft: প্রধানমন্ত্রী প্রার্থী মমতার জন্য ফরাসি বিমানের খরচ কত?

Aug 31, 2021 @ 10:55 pm
Aircraft: প্রধানমন্ত্রী প্রার্থী মমতার জন্য ফরাসি বিমানের খরচ কত?

ইতিমধ্যেই ২০২৪ সালে দেশের অন্যতম মোদি বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী পদপ্রার্থীও হতে চলেছেন তিনি। ফলে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে হবে তাঁকে। এবার তারই প্রস্তুতি শুরু হয়ে গেল। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য দিল্লি থেকে বিশেষ বিমান ভাড়া নিল নবান্ন।
১০ আসন বিশিষ্ট এই বিমানটি ফ্রান্সের জেসল্ট সংস্থার তৈরি। দুই ইঞ্জিনের এই ফ্যালকন ২০০০ বিমানের জন্য মাসে খরচ কমপক্ষে সওয়া দু’‌কোটি টাকা। কারণ, চুক্তি অনুযায়ী বিমান উড়ুক না উড়ুক, প্রতি মাসে ন্যূনতম ৪৫ ঘণ্টা উড়ানের টাকা দিতে হবে ওই ফরাসি সংস্থাকে। প্রতি ঘণ্টায় ভাড়া ৫ লক্ষ টাকা। অর্থাৎ ৪৫ ঘণ্টায় ভাড়া মাসে ২ কোটি ২৫ লক্ষ টাকা। এর বেশি উড়লে প্রতি ঘণ্টা হিসাবে আরও ৫ লক্ষ টাকা করে দিতে হবে।
নবান্ন সূত্রে খবর, বিশেষ ওই বিমানের সঙ্গে আসছেন দু’জন পাইলট, একজন ইঞ্জিনিয়ার এবং বিমানসেবক। আগামী তিন বছর তাঁরা শহরের পাঁচতারা হোটেলে থাকবেন। যদিও আলাদা করে সেই খরচ বইতে হবে না রাজ্যকে। কলকাতা বিমানবন্দরে ওই বিমানটি থাকবে। আগামী ৩ দিনের মধ্যেই বিমানটি কলকাতায় এসে পৌঁছবে বলে জানা গিয়েছে।

Related Articles