Sambad Samakal

গেরুয়া বিরোধী গণসঙ্গীতে মুখরিত সোশ্যাল মিডিয়া

Mar 25, 2021 @ 12:07 pm
গেরুয়া বিরোধী গণসঙ্গীতে মুখরিত সোশ্যাল মিডিয়া

ভিডিওতে যে শিল্পীদের দেখা গেছে তারা ঘোষিত বিজেপি বিরোধী

তাশের দেশ থেকে রক্ত করবী ভেঙ্গে যাওয়া ন্যারেটিভ একদল তরুণ মিলে নিয়ে এলেন ‘গণসঙ্গীত’ – ‘নিজেদের মতে নিজেদের গান।’ রক্তকরবীর রাজা এখানে সব আক্রমণের লক্ষ্য। বুধবার বিকেল থেকেই এই মিউজিক ভিডিয়ো রীতিমতো ভাইরাল।

গায়ক-নায়ক অনির্বাণ ভট্টাচার্য্য লিখেছেন গানের কথা। সুর দিয়েছেন শুভদীপ গুহ। আর গলা মিলিয়েছেন অর্ক মুখার্জী, শুভদীপ, অনির্বাণ, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, দেবরাজ ভট্টাচার্য্য, শম্পা বিশ্বাস, সুরঙ্গমা বন্দ্যোপাধ্যায়, উজান চ্যাটার্জী, ঋতব্রত ব্যানার্জী, ঋদ্ধি সেন। শুধু গলা মেলানো নয় ক্যামেরার সামনে এরা ছাড়াও হাজির হয়েছেন দুই প্রবীণ অভিনেতা অরুণ মুখোপাধ্যায় ও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। সমগ্র ভাবনা ও নির্দেশনায় দুই তরুণ তুর্কী ঋদ্ধি ও ঋতব্রত।

গানের কথায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রচ্ছন্ন ক্ষোভ ঝড়ে পরেছে। আর ভিডিওতে যে শিল্পীদের দেখা গেছে তারা ঘোষিত বিজেপি বিরোধী। কিন্তু জোড়া ফুল শিবিরের শিল্পীরা ভিডিওতে নেই। অথচ বাম শিবিরের পরিচিত মুখ সব্যসাচী চক্রবর্তী বা রাহুল বন্দ্যোপাধ্যায়রা এতে রয়েছেন। তবে পক্ষ যাই হোক ভোট মরশুমে ভাইরাল এই প্রচেষ্টা।

Related Articles