Sambad Samakal

Aparajita: অনীকের ‘অপরাজিত’ -তে নায়কবদল

Oct 27, 2021 @ 7:08 pm
Aparajita: অনীকের ‘অপরাজিত’ -তে নায়কবদল

সোমনাথ লাহা

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিচালক অনীক দত্ত ঘোষণা করেছিলেন ‘অপরাজিত’ ছবির কথা। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে সত্যজিতের প্রথম ছবি ‘পথের পাঁচালী’ তৈরির প্রেক্ষাপটকে কেন্দ্র করে। ছবিতে সত্যজিৎ রায়ের ছায়ায় বোনা অপরাজিত রায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়ের। কিন্তু এবার আবির চট্টোপাধ্যায়ের বদলে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার পরিচিত অভিনেতা জিতু কমলকে।

ছবিতে প্রথমে সত্যজিতের কম বয়সের একটি অংশে অভিনয় করার কথা ছিল জিতুর, কিন্তু আবির চট্টোপাধ্যায় ছবিটি থেকে সরে যাওয়ার কারণে পুরো ছবিটাই এবার জিতুর হাতে। অথচ এই ছবির শুটিং শুরুর আগে থেকে ওয়ার্কশপ করা থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন আবির। আসল কারণটা অবশ্য অন্য। সোনি লিভের ওয়েব সিরিজ ‘অবরোধ’ এর দ্বিতীয় সিজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আবির। এটিই তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ। সেই কারণেই আগে থেকেই ডেট কমিট করা ছিল। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, পুজোর আগে ৪ অক্টোবর থেকে বোলপুরে শুটিং শুরু হ‌ওয়ার কথা ছিল অনীকের এই ছবির। সেই মতো পরিচালককে ডেট‌ও দিয়েছিলেন আবির। কিন্তু বৃষ্টির কারণে বাতিল হয় ছবির শুটিং। এরপর যে ডেটগুলোতে অনীক আবিরকে ‘অপরাজিত’-র শুটিং করতে বলেছিলেন, সেগুলো দেওয়া সম্ভব হয়নি আবিরের পক্ষে। ডেট মেলানো নিয়ে তরজার গুঞ্জনের কথাও জানা গিয়েছে ইন্ডাস্ট্রির দৌলতে। শেষপর্যন্ত ছবিটি থেকে সরে যান আবির। এই মুহুর্তে অভিনেতা ব্যস্ত কাশ্মীরে ওয়েব সিরিজের শুটিংয়ে। এদিকে এমন একটা চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে রীতিমতো আপ্লুত জিতু কমল।

জিতু জানান, “পুজোর আগে অনীকদা ফোন করে জানান পুরো ছবিটা আমায় করতে হবে। জুন-জুলাই মাসে অনীকদার সঙ্গে প্রথমবার কথা হ‌ওয়ার সময় ঠিক ছিল আমি সত্যজিতের অল্প বয়সের লুকটা করব। পুরোটা আবিরদা করবেন। তবে কিছুদিন পরে মানে পুজোর পরপরই অনীকদাই আমাকে ফোন করে জানান পুরো ছবিটাই আমি করছি।”

এই ছবিতে কাজের সুযোগ পেয়ে নিজের সিরিয়ালের ডেট‌ও অ্যাডজাস্ট করে ফেলেছেন জিতু। ছবির শুটিং শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *