Sambad Samakal

Babul supriya: রাজনীতি ছাড়লেন! কোন পথে বাবুল?

Jul 31, 2021 @ 6:42 pm
Babul supriya: রাজনীতি ছাড়লেন! কোন পথে বাবুল?

জল্পনার কথা আগেই জানিয়েছিল সংবাদ সমকাল। সেই জল্পনা সত্যি করেই শনিবার ফেসবুকে স্পষ্ট করে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন বিকেলে তাঁর এই ফেসবুক পোস্টের প্রতিটি লাইনই খুব তাৎপর্যপূর্ণ। তারমধ্যেও সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রথম দু’টি লাইন। প্রথম লাইনে সদ্য কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারানো বাবুল লিখেছেন, ‘চললাম…’, দ্বিতীয় লাইনে লিখেছেন, ‘Alvida…’।

ঘণ্টাখানেক আগে তাঁর এই পোস্টের পরই প্রশ্ন উঠতে শুরু করে সাংসদ পদও কি ছাড়ছেন বাবুল? পোস্টে শীঘ্রই দিল্লিতে তাঁর জন্য সরকারি বাড়িটি ছেড়ে দেবেন এবং সাংসদের বেতনও আর নেবেন না বলে উল্লেখ করলেও সাংসদ পদে থাকবেন কি না, তা প্রথমে স্পষ্ট করেননি তিনি। কিছুক্ষণ পরেই পোস্টটি এডিট করে বাবুল লেখেন, ‘হ্যাঁ, সাংসদ পদ থেকেও obviously ইস্তিফা দিচ্ছি!’

তবে অন্য কোনও দলে যে তিনি যাচ্ছেন না, তাও স্পষ্ট করেন গায়ক-অভিনেতা নিজেই। কেউ ডাকেনি, কোথাও যাচ্ছেনও না। এমনটাই জানিয়েছেন বাবুল সুপ্রিয়। কারণ, তাঁর মতে, ‘Social Work করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়।’ যদিও পোস্টের আরেকটি লাইনও বেশ তাৎপর্যপূর্ণ। যেখানে বাবুল লিখেছেন, ‘নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর… ’। আর তারপরই ফের জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি আপাতত সক্রিয় রাজনীতি ছাড়লেও পরবর্তীতে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনাই জিইয়ে রাখলেন সদ্য প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী?

কিন্তু কেন ছাড়ছেন রাজনীতি? নিজেই স্পষ্ট করলেন বাবুল সুপ্রিয়। লিখলেন, ‘প্রশ্ন উঠবেই কেনই বা রাজনীতি ছাড়তে গেছিলাম? মন্ত্রিত্ব চলে যাওয়ার সাথে তার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে – কিছুটা তো নিশ্চয় আছে! তঞ্চকতা করতে চাইনা তাই সে প্রশ্নের উত্তর দিয়ে গেলেই তা সঠিক হবে-আমাকেও তা শান্তি দেবে|’ উল্লেখ্য, ২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই প্রতিমন্ত্রী হলেও পূর্ণমন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। এরমধ্যেই আবার এবার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। ফেসবুকে তা নিয়ে এর আগে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি।

পাশাপাশি এদিনের ফেসবুক পোস্টে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে পরতে পরতে সংঘাতের কথাও তুলে ধরেছেন আসানসোলের বিজেপি সাংসদ। লিখেছেন, ‘ভোটের আগে থেকেই কিছু কিছু ব্যাপারে রাজ্য নেতৃত্বের সাথে মতান্তর হচ্ছিল – তা হতেই পারে কিন্তু তার মধ্যে কিছু বিষয় জনসমক্ষে চলে আসছিলো | তার জন্য কোথাও আমি দায়ী (একটি ফেসবুক পোস্ট করেছিলাম যা পার্টির শৃংখলাভঙ্গের পর্যায়েই পড়ে) আবার কোথাও অন্য নেতারাও ভীষণভাবে দায়ী, যদিও কে কতটা দায়ী সে প্রসঙ্গে আমি আজ আর যেতে চাইনা – কিন্তু Senior নেতাদের মতানৈক্য ও কলহে পার্টির ক্ষতি তো হচ্ছিলই, ‘গ্রাউন্ড জিরো’-তেও পার্টির কর্মীদের মনোবলকে যে তা কোনোভাবেই সাহায্য করছিলো না তা বুঝতে ‘রকেট বিজ্ঞান’-এর জ্ঞানের দরকার হয়না | এই মুহূর্তে তো তা একেবারেই অনভিপ্রেত, তাই আসানসোলের মানুষকে অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আমিই সরে যাচ্ছি |’ একই সঙ্গে তাঁকে ভালোবাসা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবুল। তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরেই রাজনীতি থেকে সরার কথা ভাবলেও শাহ-নাড্ডারা তাঁকে বিরত করেছেন। তাই এবার তাঁদের জানানোর ‘ধৃষ্টতা’ আর দেখালেন না। কারণ, এতে অন্যদের মনে হতে পারে, পদ নিয়ে দর কষাকষিই তাঁর লক্ষ্য, যা আদপেও নয় বলেই দাবি বাবুলের। দিন কয়েক আগে ফেসবুকেই রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। জানিয়েছিলেন, কোনও একটি গান বা সেই সংক্রান্ত কিছু পোস্ট করলে যে ব্যাপক সাড়া পান, রাজনীতির বিষয়ে তা পান না। তাহলে কি এবার রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে আবার পুরোপুরি গানের জগতেই ডুব দেবেন হুগলির কৃতী সন্তান সুপ্রিয় বড়াল ওরফে বাবুল সুপ্রিয়? সেবিষয়ে স্পষ্ট করে কিছু লেখেননি। তাই প্রশ্ন উঠছে পোস্টে লেখা ওই লাইন ঘিরে… আগে নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপর…! চব্বিশের আগে পথ বদলে ফের রাজনীতির নতুন ইনিংস শুরু করবেন কি তিনি? জল্পনা কিন্তু রয়েই গেল।

Related Articles