Sambad Samakal

তিন কোটি ভ্যাকসিন চেয়ে টাকার বিনিময়ে মিলল ২ লক্ষ

May 10, 2021 @ 10:54 am
তিন কোটি ভ্যাকসিন চেয়ে টাকার বিনিময়ে মিলল ২ লক্ষ

করোনা টিকার সংকট কাটাতে কেন্দ্রের কাছে তিন কোটি ভ্যাকসিন চেয়েছিল রাজ্য। কিন্তু মোটা অংকের টাকা দিয়েও শেষ পর্যন্ত মিলল মাত্র ২ লক্ষ কো-ভ্যাকসিন।
রবিবার সকাল ৭.৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় পৌঁছয় এই ভ্যাকসিন। সেখান থেকে পুলিশি নিরাপত্তায় তা পৌঁছে দেওয়া হয় বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সূত্রের খবর, এদিনই এই ভ্যাকসিন কলকাতা-সহ রাজ্যের সব জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যাবে।
উল্লেখ্য, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে সবাইকে টিকা দেওয়ার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু তাতে সাড়া মেলেনি। এরপরই রাজ্যের সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্য কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাকসিন কিনতে চেয়ে আবেদন জানান মুখ্যমন্ত্রী। কিন্তু শেষপর্যন্ত রাজ্যের কোষাগার থেকে মোটা টাকা দিয়ে মিলল মাত্র ২ লক্ষ।

Related Articles