Sambad Samakal

Bhabanipur: ভোট চেয়ে মামলায় জড়ালেন মুখ্যসচিব

Sep 9, 2021 @ 3:54 pm
Bhabanipur: ভোট চেয়ে মামলায় জড়ালেন মুখ্যসচিব

দ্রুত করানো হোক ভবানীপুর উপনির্বাচন। যুক্তি ছিল, এই কেন্দ্রে ভোট না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কমিশনকে চিঠি দিয়ে এমনই আর্জি জানিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এবার এর জেরেই তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

মামলাকারী প্রশ্ন তুলেছেন, কে মুখ্যমন্ত্রী থাকবেন, একজন সরকারি আধিকারিক হয়ে মুখ্য সচিব কীভাবে সেবিষয়ে তৎপরতা দেখাতে পারেন। আবেদনে মামলাকারীর যুক্তি, ভবানীপুর উপনির্বাচন চেয়ে কমিশনকে চিঠি দেন মুখ্যসচিব। কিন্তু ভবানীপুর নিয়ে মুখ্যসচিব কীভাবে চিঠি লিখতে পারেন?কে মুখ্যমন্ত্রী হবেন, তা কি ঠিক করতে পারেন মুখ্যসচিব?’ মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেই এই মামলা দায়ের করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে আগামী কাল, শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।

Related Articles