Sambad Samakal

Bhabanipur: অনিশ্চিত উপনির্বাচন! কমিশনকে হলফনামা চাইল হাইকোর্ট

Sep 23, 2021 @ 8:57 pm
Bhabanipur: অনিশ্চিত উপনির্বাচন! কমিশনকে হলফনামা চাইল হাইকোর্ট

ভবানীপুর উপনির্চাচন পিছনোর আর্জিতে আদালতের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। সেই মামলাতেই বৃহস্পতিবার কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রশ্ন, রাজ্যে আরও অন্যান্য কেন্দ্রে উপনির্বাচন বাকি থাকলেও শুধু ভবানীপুরেরই কেন উপনির্বাচন করাচ্ছে নির্বাচন কমিশন? শুক্রবারই আদালতে হলফনামা পেশ করতে হবে কমিশনকে। ফলে ভবানীপুর উপনির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ঘাসফুল শিবিরে।

ভবানীপুরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। অন্যদিকে, এই কেন্দ্রে উপনির্বাচন না হলে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না। তাই সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে ভবানীপুরে উপনির্বাচন চেয়ে কমিশনকে চিঠি দেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বীবেদি। এর পরেই সমশেরগঞ্জ ও জঙ্গিপুর ভোট এবং ভবানীপুর উপনির্বাচন ঘোষণা করে কমিশন।

এদিকে, কমিশনের এই নির্দেশের বিরোধিতা করে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলকারী প্রশ্ন তোলেন, কে মুখ্যমন্ত্রী থাকবেন বা থাকবেন না, এ নিয়ে কীভাবে মন্তব্য করতে পারেন মুখ্যসচিব। মামলার দ্রুত শুনানির আর্জিও জানান। যদিও সেই সময় আদালত জানিয়ে দিয়েছিল, এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই। পাশাপাশি, কমিশনের বিজ্ঞপ্তির পর বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পড়ে কেন এই বিরোধিতা, সে বিষয়ে প্রশ্নও তুলেছিল আদালত। এদিন সেই মামলায় শুনানিতে কমিশনের কাছে হলফনামা দিয়ে আদালত জানতে চায়, বাকি কেন্দ্রগুলোকে বাদ দিয়ে শুধু ভবানীপুরে কেন উপনির্বাচন করা হচ্ছে।

আদালতে হলফনামায় কী কারণ দর্শাবে কমিশন, সেটা জানা যাবে শুক্রবার। তবে আদালতের এই নির্দেশের পরেই নতুন করে উৎসাহ দেখা দিয়েছে গেরুয়া শিবিরে। রাজ্য বিজেপি মনে করছে, আদালতের নির্দেশে পিছিয়ে যেতে পারে ভবানীপুরের উপনির্বাচন। সেক্ষেত্রে সরকার গঠনের ছয় মাসের মধ্যে ভোটে জিততে না পেরে স্বল্প সময়ের জন্য হলেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই কারণে গেরুয়া শিবির যখন উল্লসিত, তখন আশঙ্কার কালো মেঘ ঘাসফুল শিবিরে। এই পরিস্থিতিতে শুক্রবার আদালত কী বলে, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *