Sambad Samakal

অবিলম্বে নিয়োগের দাবিতে ভবানী ভবনের সামনে বিক্ষোভ পুলিশের চাকরিপ্রার্থীদের

Jul 19, 2021 @ 2:12 pm
অবিলম্বে নিয়োগের দাবিতে ভবানী ভবনের সামনে বিক্ষোভ পুলিশের চাকরিপ্রার্থীদের

প্রাইমারি এবং আপার প্রাইমারি চাকরির ক্ষেত্রে নিয়োগপ্রক্রিয়া এবং ইন্টারভিউ শুরু হলেও পুলিশের ক্ষেত্রে তা হয়নি। তারই প্রতিবাদে আজ, সোমবার কলকাতার ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখান পুলিশের চাকরিপ্রার্থীরা।
এদিন মূলত জয়নিং লেটার পাওয়া বেশ কিছু পুলিশের চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, গত ২৮ জানুয়ারি পুলিশে চাকরির জয়নিং লেটার পাওয়ার পরেও তাঁদের জয়নিং এখনও পর্যন্ত হয়নি। কিন্তু ইতিমধ্যে অনেকে এই চাকরিতে যোগদান করেছেন।
পরিসংখ্যান তুলে ধরে বিক্ষোভকারীরা জানান, ৮৮৭১ জন চাকরিপ্রার্থীর মধ্যে নিয়োগ করা হয়েছে ৮১৯ জনকে। ইতিমধ্যে সাড়ে ৬ হাজার চাকরিপ্রার্থী জয়েনিং লেটার পাওয়ার পরেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। এই নিয়ে একটি মামলাও হয়েছিল। সেখানে তাঁদের ৬ মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে ৮ মাস পেরিয়ে গেছে। তারপরেও তাঁরা চাকরিহীন অবস্থায় বসে রয়েছেন। বিক্ষোভকারীদের প্রশ্ন, যদি কিছু সংখ্যক মানুষ এই চাকরিতে নিয়োগ পেতে পারে তাহলে তাঁরাও পাশ করে কেন নিয়োগ পাবেন না। সরকারের কাছে জবাব চেয়ে তাঁরা ভবানী ভবনের সামনে আন্দোলন শুরু করেছেন।
যদিও প্রায় দু ঘণ্টা ধরে বিক্ষোভকারীদের বুঝিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এরপর বিক্ষোভকারীরা না হটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

Related Articles