Sambad Samakal

Marathon bjp: আগামিকাল ফের বিজেপি-পুলিশ সংঘাতের আশঙ্কা কলকাতায়

Jul 31, 2021 @ 5:24 pm
Marathon bjp: আগামিকাল ফের বিজেপি-পুলিশ সংঘাতের আশঙ্কা কলকাতায়

ফের বিজেপি-পুলিশ সংঘাতের আবহ তৈরি হয়েছে শহরে। এবার পুলিশি অনুমতি ছাড়াই ম্যারাথন দৌড় করতে অনড় বিজেপি। শনিবার সেকথা স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফলে আগামিকাল ফের বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে রাজ্য পুলিশের সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গিয়েছে, টোকিও অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের উৎসাহ দিতে আগামিকাল, রবিবার কলকাতার রাস্তায় বিজেপি কর্মীদের ম্যারাথন দৌড়ের পরিকল্পনা করেছে রাজ্য যুব মোর্চা। সেই ম্যারাথনে দৌড়বেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষওও। কেন্দ্রীয় জল‌সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতেরও আসার কথা রয়েছে। রেড রোডে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে রেড রোডেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশ পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল।
কিন্তু বিজেপির এই কর্মসূচির অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কোভিড বিধিনিষেধের কারণেই ম্যারাথন দৌড়ের অনুমতি দেওয়া যাবে না বলে শুক্রবার রাতে লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার সাফ জানিয়ে দিলেন,
পুলিশ অনুমতি না দিলেও ম্যারাথন দৌড় হবেই। ফলে ফের দুপক্ষের মধ্যে সংঘাত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Related Articles