Sambad Samakal

বিধানসভার ১০ স্ট্যান্ডিং কমিটিতেই আজ ইস্তফা বিজেপির, দিল্লি যাচ্ছে প্রতিনিধিদলও

Jul 13, 2021 @ 3:34 am
বিধানসভার ১০ স্ট্যান্ডিং কমিটিতেই আজ ইস্তফা বিজেপির, দিল্লি যাচ্ছে প্রতিনিধিদলও

মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার প্রতিবাদে আজ, মঙ্গলবার বিধানসভার সমস্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়ছেন বিজেপি বিধায়করা। তবে চেয়ারম্যান পদ ছাড়লেও কমিটির সদস্য হিসাবে রয়ে যাবেন তাঁরা। অন্যদিকে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে এমাসের শেষে দিল্লি যাবেন বিজেপির জনা ২০ বিধায়ক। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে দেখা করা ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক করবেন।
সোমবার বিজেপি বিধায়কদের অভ্যন্তরীণ বৈঠকে এমনই একাধিক সিদ্ধান্ত হয়। দলের সর্বোচ্চ নেতৃত্বের বার্তা তুলে ধরে এই বৈঠকে শুভেন্দু সমস্ত বিধায়ককে বলেছেন, বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেলেও বিজেপি বিধায়কদের কোনও ছুটি নেই। রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। রাজ্য সরকারের গলদ গুলো সাধারন মানুষের কাছে তুলে ধরতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো যে রাজ্য সরকার নিজের বলে চালাচ্ছে, তা মানুষের কাছে তুলে ধরতে হবে।
ইতিমধ্যে বিধানসভার ভিতরে ও বাইরে শুভেন্দু অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার প্রকল্প, চাল-গম থেকে শুরু করে সবই কেন্দ্র সরকার দিলেও সেগুলি রাজ্যের বলে চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে নাম দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা। কেন্দ্র সরকার প্রতিমাসে দুই কিলো করে চাল ও দুই কিলো করে গম পাঠাচ্ছে। রাজ্য সরকার সেগুলো দিচ্ছে বলে প্রচার করছে বলে অভিযোগ শুভেন্দুর। সূত্রের খবর, এরকম একাধিক অভিযোগ নিয়ে দিল্লি গিয়ে কেন্দ্রের একাধিক মন্ত্রকে দেখা করবেন শুভেন্দু অধিকারীরা। এই প্রতিনিধিদলে থাকবেন অশোক লাহিড়ী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলের মতো হেভিওয়েট বিধায়করা থাকবেন। থাকবেন বিধানসভায় বিজেপির পরিষদীয় সচিব মনোজ টিগা, বিশ্বনাথ কারকরাও।
জানা গিয়েছে, আজ বিধানসভায় ১০ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা দিয়ে তাঁরা রকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এবং বিধানসভার প্রতিটি কমিটি থেকে শুরু করে সমস্ত ইস্যুতে স্পিকার তাঁদের সঙ্গে ‘পক্ষপাত মূলক’ আচরণ করছেন বলেও রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন বিজেপি বিধায়করা।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তুলে ‘ শব্দ ব্যবহার করা হয়েছে বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর অভিযোগের ভিত্তিতে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাবও আনা হয়েছে। সেই স্বাধীকার ভঙ্গের ইস্যু নিয়ে বিধানসভার কমিটিতে শুনানি হবে। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন, এই বিষয়ে আইনি প্রক্রিয়ায় কী করতে হবে সেটা তাঁর জানা আছে। প্রয়োজনে এই বিষয়টি নিয়ে আদালতে যাবেন বলেও জানিয়েছেন শুভেন্দু। সব মিলিয়ে রথযাত্রার দিন থেকেই বিজেপি যে জঙ্গি মনোভাব নিয়ে রাস্তায় নামতে চলেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে।

Related Articles