Sambad Samakal

By Election: রাজ্যসভার উপনির্বাচন, মানসের ফাঁকা আসনে এবার কে?

Sep 9, 2021 @ 7:15 pm
By Election: রাজ্যসভার উপনির্বাচন, মানসের ফাঁকা আসনে এবার কে?

রাজ্যসভার ছটি আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের ছয় আসনে ভোট হবে ৪ অক্টোবর। নির্বাচনের জন্য নোটিফিকরেশন জারি করা হবে ১৫ সেপ্টেম্বর।

পশ্চিমবঙ্গ ছাড়াও বাকি যে চারটি রাজ্যে রাজ্যসভার উপনির্বাচনগুলি হবে, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অসম ও মধ্যপ্রদেশ। এর মধ্যে তামিলনাড়ুতে রয়েছে দু’টি আসন।

কমিশন জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর নির্বাচনের জন্য নোটিফিকেশন জারির পর করা ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। রাজ্যসভার ভোট গ্রহণ যেদিন করা হবে, অর্থাৎ ৪ অক্টোবরেই ভোট গণনা করা হবে। ৬ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূলের মানস ভুঁইঞা। তাঁর কার্যকালের মেয়াদ ছিল ২০২৩-এর ১৮ আগস্ট পর্যন্ত। কিন্তু সাংসদ পদে ইস্তফা দিয়ে তিনি চলতি বছর বিধানসভায় প্রার্থী হন। সবং বিধানসভা থেকে নির্বাচিত হয়ে পূর্ণমন্ত্রীও হন। মনোনয়ন পেশের পরেই মার্চে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন মানস ভুঁইঞা। ফলে রাজ্যসভায় তাঁর আসনটি শূন্য রয়েছে। বাংলার সেই ফাঁকা আসন পূরণেই নির্বাচন হবে।
এর আগে গত ৯ অগাস্ট রাজ্যের অপর একটি রাজ্যসভার আসনে উপনির্বাচন হয়েছিল। দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন প্রাক্তন আমলা জহর সরকার। এবার মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া আসনে তৃণমূল কাকে প্রার্থী করে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Related Articles