Sambad Samakal

Calcutta University: ক্যাম্পাসিংয়ে চাকরি, বিশ্বে স্বীকৃতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Sep 24, 2021 @ 11:54 pm
Calcutta University: ক্যাম্পাসিংয়ে চাকরি, বিশ্বে স্বীকৃতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের

ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরির ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার ‘কিউএস এমপ্লয়বিলিটি ২০২২’ তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকাতেই ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম বারোয় ঠাঁই পেল এই বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “দেশের আইআইটিগুলির মতোই আমরা সাফল্য পেয়েছি। কোভিড আবহের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে চাকরি পেয়েছেন তার জন্য আমি বিশেষ আনন্দিত। সবাইকে অভিনন্দন।” ‘কিউএস এমপ্লয়বিলিটি ২০২২’ ভারতীয় তালিকা অনুযায়ী প্রথম হয়েছে আইআইটি বম্বে, দ্বিতীয় আইআইটি দিল্লি, তৃতীয় আইআইটি মাদ্রাজ, চতুর্থ দিল্লি বিশ্ববিদ্যালয়, পঞ্চম আইআইটি খড়গপুর, ষষ্ঠ মুম্বই বিশ্ববিদ্যালয়, সপ্তম বিআইটিএস পিলানি, অষ্টম আইআইটি কানপুর, নবম আইআইএসসি বেঙ্গালুরু, দশম সোনপেটের ওপি জিন্দল গ্লোবাল বিশ্ববিদ্যালয়, একাদশ আইআইটি রুরকি এবং দ্বাদশ স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *