Sambad Samakal

চিনে গৃহীত হল তিন সন্তান-নীতি

May 31, 2021 @ 5:10 pm
চিনে গৃহীত হল তিন সন্তান-নীতি

দুই নয়, এবার দম্পতি-প্রতি ৩ সন্তানের সিদ্ধান্ত ঘোষণা করল চিন। দেশে ধুঁকতে থাকা জন্ম-হারকে পুনরুদ্ধার করতে এবং দেশের জনসংখ্যায় ক্রমশ বাড়তে থাকা গড় বয়সকে রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সোমবার চিনা কমিউনিস্ট পার্টি পলিটব্যুরোর একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত এক সদস্যকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, দম্পতিদের তিন সন্তানের অনুমতি ও তার সঙ্গে জড়িত বিভিন্ন সহায়তা নীতি কার্যকর হওয়ার ফলে দেশের জনসংখ্যার কাঠামো উন্নত হবে। তবে কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে, তা এখনও স্পষ্ট হয়নি।
উল্লেখ্য, বিশ্বের মধ্যে জনসংখ্যায় শীর্ষে চিন। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যায় রাশ টানতে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছিল চিন সরকার। দম্পতি-প্রতি এক সন্তানের নিয়ম জারি ছিল। ২০১৬ সালে তা বাড়িয়ে ২ করা হয়। কিন্তু, তাতেও নিম্নমুখী জন্মের হারে বিশেষ পরিবর্তন আসেনি। তাই বাধ্য হয়ে এবার তিন সন্তানের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিল বেজিং প্রশাসন। 

Related Articles