Sambad Samakal

Tea: পোড়া মাটির ভাঁড়ে চা খাওয়ার উপকারিতা জানেন?

Nov 22, 2021 @ 9:28 am
Tea: পোড়া মাটির ভাঁড়ে চা খাওয়ার উপকারিতা জানেন?

বাড়িতে থাকলে সাধারণত আমরা চিনা মাটির কাপেই চা খেয়ে থাকি।কিন্তু রাস্তায় বেরোলে অনেকেই মাটির ভাঁড়ে চা খেতে পছন্দ করেন। চিকিৎসকরা বলছেন, এই অভ্যেস অত্যন্ত স্বাস্থ্যকর। আপনার যদি মাটির ভাঁড়ে চা খাওয়ার অভ্যেস না থাকে, তাহলে এখনই তা শুরু করুন।

পোড়া মাটির ভাঁড়ে চা খাওয়ার উপকারিতা জানুন-

১) দোকানের প্লাস্টিক বা থার্মোকলের কাপ শরীরের পক্ষে ক্ষতিকারক। কারণ, গরম জিনিস প্লাস্টিকের সঙ্গে মিশে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। মাটির ভাঁড় এদিক থেকে নিরাপদ।

২) পোড়া মাটির কাপে গরম চা ঢাললে এক ধরনের রাসায়নিক বদল হয়। শরীরের পক্ষে যা মোটেই ক্ষতিকারক নয়, বরং উল্টোটাই।

৩) চা, বিশেষত দুধ চা খেলে অনেকের অম্বলের সমস্যা হয়। পোড়া মাটির ভাঁড় চায়ের অম্লতার পরিমাণ কমিয়ে দেয়। ফলে অম্বলের সমস্যা থেকে বাঁচতেও মাটির ভাঁড় উপকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *