Sambad Samakal

বাড়ছে সংক্রমণ, কেরল নিয়ে উদ্বেগ

Jul 30, 2021 @ 11:36 am
বাড়ছে সংক্রমণ, কেরল নিয়ে উদ্বেগ

কুরবানির ঈদ উপলক্ষে লকডাউনে তিন দিনের ছাড় দিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল কেরল সরকার। পরিস্থিতির অবনতির আশঙ্কা করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিল শীর্ষ আদালত। সেই আশঙ্কা সত্যি করেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেরলের দৈনিক সংক্রমণ। যার প্রভাব পড়ছে গোটা দেশের কোভিড গ্রাফে
ফলে শুক্রবার দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। যা আগের দিনের থেকে বেশি। মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। শেষ একদিনে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। সামান্য হলেও কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশের কম।

Related Articles