Sambad Samakal

রাজ্যের বেসরকারি হাসপাতালে বন্ধ হয়ে গেল করোনা টিকাকরণ

May 12, 2021 @ 1:58 pm
রাজ্যের বেসরকারি হাসপাতালে বন্ধ হয়ে গেল করোনা টিকাকরণ

রাজ্যের বেসরকারি হাসপাতালে করোনা টিকা মিলবে না। কেবল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই টিকা মিলবে। বুধবার স্বাস্থ্য দফতরে তরফে এমনই নির্দেশিকা জারি করল।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের হয়রানি রুখতেই বেসরকারি হাসপাতালে টিকাকরণ বন্ধ করা হল। এমনকি যাঁরা বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাঁদেরও দ্বিতীয় ডোজ সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে নিতে হবে। প্রথম ডোজ নেওয়ার শংসাপত্র দেখালেই মিলবে দ্বিতীয় ডোজ। তবে কোন বেসরকারি হাসপাতালের সঙ্গে কোন সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র সংযুক্ত হয়েছে তা জেনে নিতে হবে। যে বেসরকারি হাসপাতালে টিকার প্রথম ডোজ নেওয়া হয়েছে, সেখান থেকেই জানা যাবে কোন সরকারি হাসপাতালে দ্বিতীয় ডোজ মিলবে।

Related Articles