Sambad Samakal

Covid: পোঙ্গলের পর দুর্গাপুজোর জেরে করোনা মহামারির আশঙ্কা কলকাতায়

Oct 23, 2021 @ 11:45 pm
Covid: পোঙ্গলের পর দুর্গাপুজোর জেরে করোনা মহামারির আশঙ্কা কলকাতায়

কেরলে পোঙ্গল উৎসবের পরে নতুন করে মহামারির আকার নিয়েছিল করোনা। দুর্গাপুজো পরবর্তী সময়ে কলকাতার কোভিড গ্রাফও যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে এখনই সতর্ক না হলে কলকাতা তথা বাংলাতেও সেই একই অবস্থা হতে পারে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আশঙ্কা অবশ্য আগেই করেছিলেন বাংলার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ভিড় দেখে আঁতকে উঠেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের সেই আশঙ্কাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়েই উৎসবে মেতে উঠেছিল তিলোত্তমা। পরিণতি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন, প্রতিমুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতার ১৪৪টি ওয়ার্ডে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ১৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বেড়েছে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও।

শনিবার কলকাতা পুরসভার তথ্য, মাত্র ২৪ ঘণ্টায় শহরে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩১৮ জন। শুক্রবারের তুলনায় এই সংখ্যা ৭৬ জন বেশি। নতুন আক্রান্তদের মধ্যে উপসর্গহীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৭ জন। নতুন আক্রান্তের মধ্যে ভ্যাকসিন নেননি ৫৫ জন। তবে এই উপসর্গহীন আক্রান্তদের মধ্যে ১৯৪ জনেরই ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে।

কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরীর কথায়, “বৃহত্তর কলকাতা জোনে গত ২৪ ঘন্টায় নয়া আক্রান্ত ৪৪৯ জন। নতুন যাঁরা শনাক্ত হয়েছেন তাঁদের মধ্যে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।বৃহস্পতিবার থেকে পরপর তিনদিন শুধুমাত্র কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা ২৬০, ২৪২ ও ৩১৮ জন। উপসর্গহীন রোগীর সংখ্যাই বেশি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *