Sambad Samakal

করোনা আক্রান্তদের সুরাহা দিতে রাজ্যে চালু হল কোভিড অ্যাপ

May 11, 2021 @ 3:08 pm
করোনা আক্রান্তদের সুরাহা দিতে রাজ্যে চালু হল কোভিড অ্যাপ

সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লাগামছাড়া করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যের করোনা আক্রান্তদের কিছুটা সুরাহা দিতে কোভিড অ্যাপ চালু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার মাধ্যমে করোনা পরীক্ষা থেকে শুরু করে তার চিকিৎসার বিষয়েও বিশদে জানা যাবে।

সরকারের তরফে জানানো হয়েছে, গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করা যাবে রাজ্য সরকারের কোভিড অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে করোনার উপসর্গ থেকে শুরু করে রাজ্যের কোথায়-কোথায় করোনা পরীক্ষা করা হচ্ছে, তা জানা যাবে। এছাড়া রোগীর করোনা নির্ণয়ের পর তার চিকিৎসা পরিষেবা কোথায় মিলবে তাও জানা যাবে। এমনকি কোনো করোনা রোগী বাড়িতে চিকিৎসা করাতে চাইলে কোভিড অ্যাপের মাধ্যমে টেলি মেডিসিনেরও সুযোগ পাবেন রোগীরা।  

Related Articles