Sambad Samakal

Covid: করোনা মোকাবিলায় কলকাতায় নতুন হেল্পলাইন, বাড়ল কনটেইনমেন্ট জোন

Jan 14, 2022 @ 8:23 pm
Covid: করোনা মোকাবিলায় কলকাতায় নতুন হেল্পলাইন, বাড়ল কনটেইনমেন্ট জোন

রাজ্যের মধ্যে কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে ঝড়ের গতিতে। এই পরিস্থিতিতে করোনা সতর্কতায় নয়া হেল্পলাইন চালু করল কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই হেল্পলাইন নম্বরে ফোন করলে যাবতীয় সহায়তা পাবেন করোনা আক্রান্তরা। এছাড়াও শনিবার থেকে কলকাতা পুর এলাকার করোনা আক্রান্তদের মোবাইলে একটি করে এসএমএস পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যার মধ্যে সমস্ত সেফ হোমে ভর্তি সহ সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের যোগাযোগের নম্বর দেওয়া থাকবে। করোনা আক্রান্ত রোগীরা যাতে সহজেই প্রয়োজনীয় সরকারি সাহায্য পেতে পারেন, সেই জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।

অন্যদিকে শুক্রবার কলকাতা পুরসভা এলাকায় ফের বৃদ্ধি পেল কনটেইনমেন্ট জোনের সংখ্যা। শুক্রবার সন্ধ্যেয় পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, কনটেইনমেন্ট জোনের সংখ্যা হয়েছে ৪৩। ৩ নম্বর বরোয় ৪টি, ৪ নম্বর বরোয় ৪টি, ৭ নম্বর বরোয় ৪টি,
৯ নম্বর বরোয় ২টি, ১০ নম্বর বরোয় ১০টি, ১২ নম্বর বরোয় ১১টি, ১৪ নম্বর বরোয় ৩টি, ১৬ নম্বর বরোয় ৫ টি কনটেইনমেন্ট জোন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *