Sambad Samakal

Covid: জোড়া স্বস্তি! দেশে কমল অ্যাকটিভ কেস, R ভ্যালু

Sep 22, 2021 @ 11:21 am
Covid: জোড়া স্বস্তি! দেশে কমল অ্যাকটিভ কেস, R ভ্যালু

বুধবার সকালে জোড়া স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানাল, উল্লেখ্যযোগ্য হারে কমেছে দেশে করোনার অ্যাকটিভ কেস। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৯৮৯ জন। শেষ ১৮৬ দিনে যা সর্বনিম্ন। স্বস্তি বাড়িয়ে কমেছে R ভ্যালু বা রিপ্রোডাকটিভ নম্বর। কেন্দ্র জানিয়েছে, আগস্টের শেষে যেখানে R ভ্যালু ছিল ১.১৭, সেপ্টেম্বরের মাঝামাঝি সেই পরিমাণ কমে হয় ০.৯২। একজন করোনা আক্রান্তের সংক্রমিত করার হারকেই R ভ্যালু বলা হয়। যা একের উপরে থাকা মানে বেশ বিপজ্জনক। এবার তা অনেকটাই কমল। তবে মুম্বই, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে এখনও আর ভ্যালু একের বেশি। দিল্লি ও পুণেতে তা একের নিচে নেমেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৬৪ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৩৮৩ জনের। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *