Sambad Samakal

Covid: দেশে সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Sep 24, 2021 @ 11:11 am
Covid: দেশে সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

দেশে দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৮২ জন। যা গত কয়েকদিনের চেয়ে কম। সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৫৪২ জন। মৃত্যু হয়েছে ৩১৮ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ১৬২ জন।

গত কয়েকদিনে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩৫ হাজারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বিশেষজ্ঞ মহলের পর্যবেক্ষণ অনুযায়ী, পুরোপুরি শেষ না হলেও, একেবারে শেষের পর্যায়ে কোভিডের সেকেন্ড ওয়েব। আর তাই সংক্রমণকে নির্দিষ্ট নম্বরে বেঁধে ফেলা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক Sero Survey অনুযায়ী, ভারতের তিনভাগের দু’ ভাগ নাগরিকের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। আর সেই কারণেই তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা কম হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও উৎসবের মরশুমে সতর্কতায় কোনও গাফিলতি করা যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *