Sambad Samakal

Covid Vaccine: টিকা ব্যাবহারেও কীভাবে কলকাতা প্রথম? রহস্য ফাঁস ফিরহাদের

Nov 19, 2021 @ 10:17 am
Covid Vaccine: টিকা ব্যাবহারেও কীভাবে কলকাতা প্রথম? রহস্য ফাঁস ফিরহাদের

ফের সাফল্যের মুকুট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, আরও স্পষ্ট করে বললে কলকাতা পুরসভার মাথায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিচারে কোভিড টিকার ব্যবহারে দেশের মধ্যে প্রথম হল কলকাতা। শুধু তাই নয়, প্রতিটি টিকার অ্যাম্পেল যথাযথ প্রয়োগেও সেরা হয়েছে তিলোত্তমা। কেন্দ্রীয় সরকারের তথ্য উল্লেখ করে বাংলার গর্বের এমনই সংবাদ জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, “টিকা নষ্ট করায় বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সেরা হয়েছে। আমরা উল্টোদিক দিয়ে সেরা, তা হল টিকা নষ্ট না করে অতিরিক্ত ব্যাবহার করা। কেন্দ্রের বিচারেই কলকাতা পুরসভা মাইনাস সাত অবস্থানে (—৭) পৌঁছেছে। একটি মাত্র অ্যাম্পেল থেকে দশটি টিকা দেওয়ার কথা, সেখানে পুরসভার টিকাকর্মীরা ১১টি করে ভ্যাকসিন দিয়েছেন। অর্থাৎ টিকার তরলের অংশের ব্যবহার এতটাই নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খ করেছেন যে, প্রতিটি অ্যাম্পেল থেকে একটি করে অতিরিক্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে বাংলায়, তাই দেশের মধ্যে টিকা ব্যবহারে প্রথম কলকাতাই।”

তবে নতুন করে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিরহাদ বলেন, “কলকাতায় এক শতাংশ মানুষ ইচ্ছা করে ভ্যাকসিন নেননি। সেই মানুষগুলিই এখন উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে অন্যদের ছড়িয়ে দিয়ে শহরে অকারণে আতঙ্ক ছড়াচ্ছেন। তাই শহরকে বিপন্মুক্ত করতে পুরসভার স্বাস্থ্যকর্মীরা এখন বাড়ি বাড়ি যাচ্ছেন। যাঁরা টিকা নেননি, তাঁদের ডেকে এনে ভ্যাকসিন দিচ্ছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *