Sambad Samakal

সবরমতীর জলে করোনা ভাইরাস! গবেষকদের রিপোর্টে আতঙ্ক

Jun 18, 2021 @ 11:19 pm
সবরমতীর জলে করোনা ভাইরাস! গবেষকদের রিপোর্টে আতঙ্ক

এবার গুজরাতের সবরমতী নদীর জলে করোনা ভাইরাসের হদিস মিলল। চাঞ্চল্যকর এমনই দাবি আমেদাবাদের গান্ধীনগর আইআইটি এবং ‘জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্ট সায়েন্স’-এর গবেষকদের। তাঁদের আবি, মারণ ভাইরাসের অস্তিত্ব মিলেছে চান্দোলা ও কাঁকরিয়া জলাশয়েও।
এইভাবে নদী ও সরোবরের জলে ভাইরাস মেলার ঘটনা অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছেন আইআইটির অধ্যাপক মণীশ কুমার। তিনি জানান, ২০১৯-এর ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে সপ্তাহে এক বার করে সবরমতী নদী এবং চান্দোলা ও কাঁকরিয়া হ্রদ থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবরমতী থেকে ৬৯৪ ও ওই দুই সরোবর থেকে যথাক্রমে ৫৪৯ ও ৪০২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর সেই নমুনা পরীক্ষা করেই ঘুম উড়েছে গবেষকদের। এবার দেশজুড়ে অন্যান্য নদী ও জলাশয়গুলির জলও পরীক্ষা করে দেখতে চান গবেষকরা। তাঁদের দাবি, প্রাকৃতিক জলের উৎসে দীর্ঘ সময় সক্রিয় অবস্থায় থাকতে পারে ভাইরাসগুলি।
সম্প্রতি উত্তরপ্রদেশ ও বিহারে নদীতে করোনা রোগীর মৃতদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যা ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। আর তার পরেই নদীর জলে করোনা ভাইরাসের অস্তিত্বের দাবি ঘিরে আশঙ্কা তীব্র হয়েছে।

Related Articles