Sambad Samakal

Cricket: বিসিসিআই-কোহলি সংঘাত! বিরাটকে কী পরামর্শ কপিল দেবের?

Jan 25, 2022 @ 5:27 pm
Cricket: বিসিসিআই-কোহলি সংঘাত! বিরাটকে কী পরামর্শ কপিল দেবের?

বিসিসিআই এবং বিরাট কোহলির মধ্যে সংঘাত আদতে ক্ষতি করছে ভারতীয় ক্রিকেটের। অন্য অনেকের মতোই এমনটাই বিশ্বাস করেন ভারতীয় ক্রিকেটের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট অধিনায়ক চান, দু’পক্ষই যেন লম্বা আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নেয়। এতে আগামীদিনে ভারতীয় ক্রিকেটেরই উন্নতি হবে। বিরাটকে তাই তাঁর পরামর্শ, “ফোন করে কথা বলো, নিজেদের মধ্যেকার সমস্যা মিটিয়ে নাও।”

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে একদিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভ এবং বিরাটের বিপরীতধর্মী মন্তব্য গোটা ক্রিকেট বিশ্বকে আলোড়িত করেছিল। বিরাট যখন বুঝতে পারেন যে সবকিছু তাঁর হাতের বাইরে চলে গিয়েছে, তখন তিনি নিজেই টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্বও ছেড়ে দেন। বিরাটের এই সিদ্ধান্ত হতাশ করে ক্রিকেট প্রেমীদের। এই প্রসঙ্গেই ‘দ্য উইক’ পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কপিল দেব বলেন, “আজকাল এই সমস্ত ঘটনা প্রত্যেকেরই গা-সওয়া হয়ে গিয়েছে। যখন বিরাট টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন, অনেকেই মনে করেছিলেন যে বিরাটের উপর চাপ বোধহয় অনেকটাই বেড়ে গিয়েছিল। আমরা যেটুকু শুনেছি এবং পড়েছি, কেউই চায়নি যে ও নিজের অধিনায়কত্ব ছেড়ে দিক। ও একজন অসাধারণ ক্রিকেটার। আর তাই ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত।” তিনি আরও বলেন, “ওদের নিজেদের মধ্যে যে সমস্যা রয়েছে, সেটাকে মিটিয়ে নেওয়া উচিত। ফোন করো, নিজেদের মধ্যে আলোচনা করো, দেশ এবং দলকে সবসময় ব্যক্তিগত স্বার্থের থেকে এগিয়ে রাখো। শুরুর দিকে আমিও সবকিছু একসঙ্গে চাইতাম। কিন্তু সবসময় তো যেটাই চাইবে, সেটা আর পাওয়া সম্ভব নয়। তার মানে এটা নয় যে, তোমাকে অধিনায়কত্ব ছেড়ে দিতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *