Sambad Samakal

অতিমারীর মন্দার মাঝে বিমান ভাড়া বাড়ছে ১৬ শতাংশ পর্যন্ত

May 29, 2021 @ 9:53 am
অতিমারীর মন্দার মাঝে বিমান ভাড়া বাড়ছে ১৬ শতাংশ পর্যন্ত

অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আচমকাই দেশের মধ্যের ডোমেস্টিক উড়ানের ভাড়া বাড়াল। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে অন্তর্দেশীয় উড়ানের ন্যূনতম ভাড়া ১৩ থেকে ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফলে অতিমারী ও লকডাউনের মাঝে অনিয়মিত রেল যাতায়াতে ভরসা না করে যারা জরুরি প্রয়োজনে বিমানে ভ্রমণ করছিলেন তাদের উপর খাঁড়ার ঘা নেমে এল।
মন্ত্রকের নতুন নির্দেশিকায় ১লা জুন থেকে যে সব অন্তর্দেশীয় উড়ানের সময়সীমা ৪০ মিনিটের মধ্যে সেই সব গন্তব্যের ন্যূনতম ভাড়া ২৩০০ টাকা থেকে বেড়ে ২৬০০ টাকা হবে। ৪০-৬০ মিনিটের উড়ানের ন্যূনতম ভাড়া ২৯০০ টাকা থেকে ৩৩০০ টাকা; ৬০-৯০ মিনিটের ন্যূনতম ভাড়া হবে ৪০০০ টাকা; ৯০-১২০ মিনিটের উড়ানের জন্য গুণতে হবে ন্যূনতম ৪৭০০ টাকা; ১২০-১৫০ মিনিটের উড়ানের ন্যূনতম ভাড়া হচ্ছে ৬১০০ টাকা।
উল্লেখ্য গত বছরের ২৫ মে উড়ানের সময়সীমা হিসেবে ন্যূনতম ভাড়া নির্ধারণ করা শুরু করে ডিজিসিএ। চলতি বছরের ফেব্রুয়ারিতে একবার ন্যূনতম ও সর্বোচ্চ ভাড়া ১০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি হয়। তার তিন মাসের মধ্যে ফের ভাড়া বাড়ল বিমানের। সেই সঙ্গে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে উড়বে বিমান। এতদিন যাত্রী ক্ষমতা ছিল মোট আসনের ৮০ শতাংশ। তা কমিয়ে দিয়ে ভাড়াও বৃদ্ধি পেল। এই ভাড়া বৃদ্ধি যাত্রী পরিবহনে ৫০ শতাংশ ক্যাপাসিটির নির্দেশিকা বিমান শিল্পে মন্দা ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

Related Articles