Sambad Samakal

ভ্যাক্সিনেশন সার্টিফিকেট বা করোনা রিপোর্ট ছাড়া দিঘা যাওয়ার প্ল্যান! ফিরতে হবে গেটওয়ে থেকেই

Jul 17, 2021 @ 1:43 pm
ভ্যাক্সিনেশন সার্টিফিকেট বা করোনা রিপোর্ট ছাড়া দিঘা যাওয়ার প্ল্যান! ফিরতে হবে গেটওয়ে থেকেই

ডবল ডোজ ভ্যাক্সিনেশন সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া দিঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুর সহ পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটক প্রবেশে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। এবার এই নিষেধাজ্ঞা কার্যকরী করার ব্যাপারে অভিযানে নামল দিঘা পুলিশ। শুক্রবার রাত থেকে দিঘার গেটওয়েতে পর্যটকদের গাড়ি থামিয়ে ভ্যাকসিনেশন সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট দেখছে পুলিশ। যাঁদের এই দুটোর কোনটাই নেই তাঁদের গেটওয়ে থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। শনিবারও সেই একই ছবি দেখা গেল দিঘা গেটওয়েতে।
অন্যদিকে, গত দু-একদিনের মধ্যে যাঁরা দিঘায় প্রবেশ করেছেন তাঁদেরও ভ্যাক্সিনেশন সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট দেখছে দিঘা পুলিশ। দিঘা বাসস্ট্যান্ড, মার্কেট থেকে শুরু করে সমুদ্র সৈকত – সর্বত্রই চলছে পুলিশি টহল। যাঁরা ডবল ডোজ ভ্যাক্সিনেশন সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া দিঘায় প্রবেশ করেছেন, তাঁদের থানায় বসিয়ে প্রশাসনের নির্দেশ অমান্য করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের জরিমানাও ধার্য করছে পুলিশ। আবার যশ বিধ্বস্ত দিঘায় দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্রে নামার ব্যাপারেও কড়াকড়ি জারি হয়েছে। সবমিলিয়ে, করোনার তৃতীয় কেউ রুখতে তৎপর দিঘা প্রশাসন।

Related Articles