Sambad Samakal

তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি প্রাক্তন বিধায়কের

Jun 1, 2021 @ 3:37 pm
তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি প্রাক্তন বিধায়কের

সোনালী গুহ, সরলা মুর্মুর পর এবার তৃণমূলে ফিরতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস। সোনালী, সরলার সুরেই দীপেন্দুও চিঠিতে লিখেছেন, ‘অভিমানে ভুলবশত নেওয়া সিদ্ধান্তের জন্য ক্ষমাপ্রার্থী। আপনার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চাই।’
ইতিমধ্যেই বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন বলেও জানিয়েছেন দীপেন্দু। ফের তৃণমূলের হয়েই কাজ করতে চান এবং তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেওয়ার ইচ্ছাপ্রকাশও করেছেন প্রাক্তন ফুটবলার।
যদিও তৃণমূলের তরফে এখনও কোনও বার্তা মেলেনি বলেও জানিয়েছেন দীপেন্দু।
উল্লেখ্য, একুশের ভোটের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তারপর কয়েকদিন আগে নারদকাণ্ডে রাজ্যের চার নেতা-মন্ত্রীর গ্রেফতারের পরে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলে গেরুয়া শিবিরের সঙ্গত্যাগ করেন দীপেন্দু বিশ্বাস। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ই-মেল পাঠিয়ে তাঁর পদত্যাগপত্রও পাঠান।

Related Articles