Sambad Samakal

টানা চারদিন দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা

Jun 11, 2021 @ 10:21 am
টানা চারদিন দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে শুক্রবার থেকে টানা চারদিন বঙ্গে দুর্যোগের পূর্বাভাস বৃহস্পতিবারেই দিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার সকালেও সেই একই সতর্কবার্তা শোনাল হাওয়া অফিস।

নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের হাত ধরেই আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু। আর তার জেরেই শুক্রবার বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়া। বৃষ্টি হবে হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়াতেও। একইভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দুই বঙ্গেই ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিস জানিয়েছে, এদিন থেকে সমুদ্রে ৪৫ কিমি বেগে হাওয়া বইবে। ফলে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

জানা গিয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১২ জুন, শনিবারও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হবে। ১৩ জুন, রবিবার পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমানে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬৬ শতাংশ।

Related Articles