Sambad Samakal

Doomsday Clock: মানব সভ্যতা ধ্বংসের থেকে ঠিক ১০০ সেকেন্ড দূরে?

Jan 24, 2022 @ 1:22 pm
Doomsday Clock: মানব সভ্যতা ধ্বংসের থেকে ঠিক ১০০ সেকেন্ড দূরে?

মানব সভ্যতা ধ্বংসের থেকে ঠিক আর ১০০ সেকেন্ড দূরে। এমনটাই দাবি ‘ডুমসডে ক্লকের’। প্রতি বছরের মত এই বছরও বুলেটিন অফ অ্যাটোমিক সায়েন্টিস্টের পক্ষ থেক ‘ডুমসডে ক্লকের’ তথ্য প্রকাশিত হয়েছে। শুধু এই বছর নয় বিগত ২ বছর ধরে একই সময়ে দাঁড়িয়ে আছে ‘ডুমসডে ক্লক’।

অবশ্য এই ১০০ সেকেন্ড সময়টি একদমই প্রতীকী। মানবসভ্যতার সময়ে ধরা হয়েছে ধ্বংসের থেকে ১ মিনিট দূরে। প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিল থেকে সভ্যতা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, তারই হিসেব করেন বিজ্ঞানীরা। আপাত ভাবে ৩ বছর একই ফল আসাটা আশাপ্রদ কারণ মানব সভ্যতা সে ক্ষেত্রে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে না। তবে সৃষ্টির শুরু থেকে ধ্বংসের সময় এখনই সবথেকে কাছে উপস্থিত হয়েছে। অন্তত সোটাই জানাচ্ছে ‘ডুমসডে ক্লক’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *