Sambad Samakal

Duare Vaccine: অসুস্থদের টিকা দিতে বাড়ি বাড়ি ভ্যাকসিন অ্যাম্বুলেন্স

Sep 19, 2021 @ 8:29 pm
Duare Vaccine: অসুস্থদের টিকা দিতে বাড়ি বাড়ি ভ্যাকসিন অ্যাম্বুলেন্স

সুশ্বেতা ভট্টাচার্য

আপনি অসুস্থ? ভ্যাকসিন নিতে আসতে পারছেন না? তাতে কী? আতিমারী করোনা মোকাবিলায় আপনার বাড়িতে পৌঁছে যাবে ভ্যাকসিন অ্যাম্বুলেন্স। বাড়িতে গিয়ে আপনার বা আপনার পরিবারের অসুস্থ সদস্যটির কোভিড টিকাকরণের ব্যবস্থা করবেন পুরসভার স্বাস্থ্য কর্মীরা। রাজ্য সরকারের দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের অধীনে টিকাকরণের এই বিশেষ উগ্যগ নিল নৈহাটি পুরসভা। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও মুখ্য পুর প্রশাসক অশোক চট্টোপাধ্যায়ের নির্দেশে নৈহাটি পুরসভার স্বাস্থ্য দফতরের ব্যবস্থাপনায় এই ভ্যাকসিন অ্যাম্বুলেন্স অসুস্থ নাগরিকের বাড়িতে পৌঁছে যাবে।

চিকিৎসকের পেসক্রিপশন সহ পুরো নাম , ঠিকানা দিয়ে 8583845374 নম্বরে হোয়াটসপে ম্যাসেজ করুন। তারপর দায়িত্ব আমাদের। আমাদের মেডিকেল টিম পৌঁছে যাবে আপনার বাড়িতে।

রবিবার দুপুরে নৈহাটি পুরসভার সামনে থেকে পাড়ায় পাড়ায় ভ্যাকসিন অ্যাম্বুলেন্স শীর্ষক এই অভিনব কর্মসূচির উদ্বোধন করলেন বিধায়ক পার্থ ভৌমিক। পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর সদস্য সনৎ বলেন, “ভ্যাকসিন নেওয়ার জন্য অসুস্থ ব্যক্তির চিকিৎসকের পেসক্রিপশন-সহ পুরো নাম, ঠিকানা দিয়ে ৮৫৮৩৮৪৫৩৭৪ নম্বরে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন। তারপর দায়িত্ব আমাদের। আমাদের মেডিকেল টিম পৌঁছে যাবে আপনার বাড়িতে।” উল্লেখ্য, ইতিমধ্যেই নৈহাটি পুর এলাকার প্রায় ৯৮ শতাংশ মানুষকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

Related Articles