Sambad Samakal

ছাত্র বান্ধব পদ্ধতিতেই মূল্যায়ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের

Jun 18, 2021 @ 5:12 pm
ছাত্র বান্ধব পদ্ধতিতেই মূল্যায়ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের

কোভিড পরিস্থিতিতে ছাত্র বান্ধব পদ্ধতিতেই ২০২১ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। শুক্রবার বিকেলে যৌথ সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করল রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে কেউ যদি সেই মূল্যায়নে সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই পড়ুয়া পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে গ্রাহ্য হবে।
জানানো হয়েছে, নবমের মার্কশিট ও অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। ৫০-৫০ শতাংশ হারে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৬০ শতাংশ এবং দ্বাদশ শ্রেণির প্রজেক্ট বা প্র্যাক্টিকালের প্রাপ্ত মোট নম্বর যুক্ত করে মার্কশিট তৈরি করা হবে।

Related Articles