Sambad Samakal

Farmers Mahapanchayet: লক্ষ্য এবার উত্তরপ্রদেশ কৃষক মহাপঞ্চায়েতে সিদ্ধান্ত

Sep 5, 2021 @ 8:55 pm
Farmers Mahapanchayet: লক্ষ্য এবার উত্তরপ্রদেশ কৃষক মহাপঞ্চায়েতে সিদ্ধান্ত

বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা স্থির করল সংযুক্ত কিশান মোর্চা। আর এবারের আক্রমণ আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে ঘিরেই কৃষক সংগঠনগুলি করে যাবে তা রবিবারের মুজাফ্ফরনগরের মহা পঞ্চায়েতে স্থির হয়ে গেল। বিভিন্ন রাজ্য থেকে ৪০ কৃষক ইউনিয়নের লক্ষাধিক সদস্য আজ এই মহাপঞ্চায়েতে জমায়েত হয়েছিলেন।

বিতর্কিত তিনটি কৃষক আইনের প্রত্যাহারের দাবিতে এক বছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন এবার পাখির চোখ করেছে বিজেপি’র সার্বিক বিরোধিতা করার। মহাপঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে আগামী এক বছর উত্তর প্রদেশের প্রায় সব জেলাতেই মহাপঞ্চায়েত আয়োজন করবে এবং বিজেপির কৃষক বিরোধী নীতিকে জনসমক্ষে তুলে আনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ছেড়ে কথা বলতে রাজি নয় কৃষক মোর্চা। কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, “মনিটাইজেশানের নামে মোদি সরকার যেভাবে দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে তা জনগনকে জানাতে সক্রিয় থাকবে কৃষক আন্দোলন। মোদির নির্বাচন কেন্দ্র বারানসীতেও তাই কৃষকেরা লড়াইয়ের বার্তা নিয়ে যাবেন, মনে রাখতে হবে এটি কিন্তু দেশের দ্বিতীয় পিএমও।” কৃষকদের আক্রমণের আঁচে যোগী-রাজ্যে বিজেপির মসনদ ধরে রাখা নিয়ে সংশয় চিহ্ন তৈরি হয়ে গেল বলে তথ্যাভিজ্ঞ মহলের অনুমান।

Related Articles