Sambad Samakal

মাঠে ও মাঠের বাইরে হৃদয় জয় ফিনল্যান্ডের

Jun 13, 2021 @ 11:10 am
মাঠে ও মাঠের বাইরে হৃদয় জয় ফিনল্যান্ডের

মাঠে ও মাঠের বাইরে এক অন্য রকম সৌভ্রাতৃত্ব দেখল বিশ্ব ফুটবল শনিবার রাতে। কোপেনহেগেনে ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যে চলা ইউরোর ম্যাচে খেলা চলাকালে টাচলাইনের ধারে আচমকাই লুটিয়ে পরেন ড্যানিশ তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। হৃদরোগে আক্রান্ত হন তিনি। যা দেখে এরিকসনের সতীর্থরা তাঁকে ঘিরে মানব প্রাচীর গড়ে তোলেন যাতে এরিকসনের ছবি না তোলা হয়, চিকিৎসায় সমস্যা না হয়। অবশেষে এগিয়ে আসেন ফিনল্যান্ড সমর্থকরা। তাদের দু’টি পতাকা তুলে দেন সাপোর্ট স্টাফদের হাতে। অবশেষে ফিনল্যান্ডের পতাকার আড়ালে ডেনমার্কের ফুটবলারকে মাঠের বাইরে বের করে নেওয়া হয়। খেলাও থেমে যায়। প্রথমে জানা যায় ম্যাচ বাতিল হয়েছে। পরে দু’ ঘন্টা পর স্থগিত ম্যাচ শুরু হয়। আর ছন্দ কাটা ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে দিয়ে ফিনল্যান্ড মাঠেও ইতিহাস সৃষ্টি করে। এই প্রথম ফিনল্যান্ড বড় কোনো প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দিল। মাঠে ও মাঠের বাইরে তাই ফিনল্যান্ডের সাফল্য ইতিহাসে লেখা থাকবে।

দিনের অপর বড় ম্যাচে প্রত্যাশা মতোই বেলজিয়াম রাশিয়াকে ৩-০ গোলে হারালো। এখানেও এরিকসনের ঘটনার প্রভাব। ম্যাচে নিজের গোল করার পর বৃলজিয়ান তারকা রোমেল লুকাকু গোল উৎসর্গ করেন এরিকসনকে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

Related Articles