Sambad Samakal

উত্তরবঙ্গকে পৃথক করার দাবি বিজেপি সাংসদের, বিরোধিতায় ফিরহাদ

Jun 19, 2021 @ 6:31 pm
উত্তরবঙ্গকে পৃথক করার দাবি বিজেপি সাংসদের, বিরোধিতায় ফিরহাদ

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবির তীব্র বিরোধিতা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার তিনি সাফ জানান, বাংলার মানুর বিভাজনের বিরুদ্ধে, বাংলার মানুষ বঙ্গভঙ্গের বিরুদ্ধে।’
ফিরহাদ বলেন, ‘ইংরেজরা একসময় বাংলাকে চক্রান্ত করে ভাগ করেছিল। এখন কেউ কেউ আবার নতুন করে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন। বাংলার মানুষ এটা মেনে নেবে না। বাংলার মানুষ উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গকে আলাদাভাবে দেখে না। পশ্চিমবাংলার অন্তর্গত সমস্ত জেলার মানুষজনই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ রাজ্যে থাকতে চায়। কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে বাংলাকে ভাগ করার চক্রান্তকে এ রাজ্যের মানুষ কখনোই মেনে নেবে না।’
বিজেপি সাংসদ জন বারলা সম্প্রতি উত্তরবঙ্গের মানুষের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দিয়েছেন। এই দাবি তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদে তুলবেন বলেও জানান। এরপরেই প্রতিবাদের ঝড় ওঠে।
এদিন ফিরহাদ বলেন, ‘বিধানসভা নির্বাচনে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে শোচনীয় পরাজয়ের পর, এবার বাংলাকে ভাগ করে নিজেদের আধিপত্য কায়েমের স্বপ্ন দেখছেন বিজেপি নেতৃত্ব।’ যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি, উত্তরবঙ্গ ভাগের বিষয়ে দলীয় ভাবে কিছু ভানা হয়নি।
এদিকে এদিনই বিজেপি সাংসদ জন বাড়লার দাবির বিরোধিতায় সাংবাদিক বৈঠক ডাকেন জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব। বাড়লার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। তিনি বলেন, ‘ব্যাক ডোর বা পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে বিজেপি।’ এদিন তিনি, বিজেপির দাবির খতিয়ান তুলে ধরে এর চরম বিরোধিতা করেন। তিনি বলেন, ‘উন্নয়নের কথা যদি ওঠেই, তবে বিজেপি বের করে দেখাক। উন্নয়ন কী কী হয়নি এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায় সহ তৃণমূলের অন্যান্য নেতা-কর্মী।

Related Articles