Sambad Samakal

সরকারি বাস পরিষেবা বাড়ানোর ঘোষণা ফিরহাদের

May 11, 2021 @ 3:09 pm
সরকারি বাস পরিষেবা বাড়ানোর ঘোষণা ফিরহাদের

করোনা সংক্রমণ ঠেকানোই প্রধান লক্ষ্য। তাই নিত্যযাত্রীদের কথা ভেবে বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত সরকারি বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহণ মন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরদিনই, মঙ্গলবার পরিবহণ দফতর থেকে ফিরহাদ হাকিম ঘোষণা করেন, বাসগুলিতে ভিড় কমাতে অতিরিক্ত সরকারি বাস চালু করা হবে। ই-বাস পরিষেবার উপর জোর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ এড়াতে এবং সাধারণ মানুষ যাতে বেশি রাস্তায় না বের হন, সেজন্য ৫০ শতাংশ বাস চালানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বাস কমে যাওয়ায় হয়রানির মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। যে কয়েকটি বাস চলছে, সেগুলিতে ভিড়ও বাড়ছে। তাই এবার সরকারি বাস পরিষেবা বাড়ানোর উপর জোর দিচ্ছেন পরিবহণ মন্ত্রী।

Related Articles