Sambad Samakal

তন্ময়কে সেন্সর কান্তিকে সতর্কীকরণ

May 29, 2021 @ 11:17 pm
তন্ময়কে সেন্সর কান্তিকে সতর্কীকরণ

অবশেষে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তোলা দলীয় নেতৃত্বর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল সিপিআইএম। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ধরাশায়ী বামেদের প্রধান দল সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক বসেছিল শনিবার। নির্বাচনে ভরাডুবি তথা সংযুক্ত মোর্চার শোচনীয় ফলাফল নিয়ে উত্তপ্ত বিশ্লেষণ হয় বৈঠকে। বাম সূত্রে খবর পীরজাদা আব্বাস সিদ্দিকীর আইএসএফের সঙ্গে জোট করা নিয়ে রাজ্য কমিটির দিকে আক্রমণ শানান অনেক সদস্যই। আক্রমণের ঢেউ আছড়ে পরে পলিব্যুরো সদস্য মহ: সেলিমের দিকে। কারণ এই জোট নিয়ে তিনিই সব থেকে বেশি উদ্যোগ নিয়েছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় দল বিরোধী মন্তব্য করার জন্য প্রাক্তন বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার নেতা তন্ময় ভট্টাচার্য্যকে সেন্সর করছে রাজ্য কমিটি। আগামী তিন মাস তন্ময় সংবাদমাধ্যমে কোনো বক্তব্য পেশ করতে পারবেন না। অন্যদিকে প্রাক্তন ক্রীড়া ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলীকেও দল সতর্ক করল। উল্লেখ্য দু’জনেই নির্বাচনে পরাজয়ের পর দলের নেতৃত্বকে আক্রমণ করেন। এমনকি তন্ময় আইএসএফের সঙ্গে জোট উপর থেকে চাপিয়ে দেওয়া বলতেও দ্বিধা করেন নি। ফলে পার্টি লাইনকে সমালোচনা করেও আপাতত লঘু শাস্তি বামেদের দলের নীতিগত লড়াইকে কতটা শান্ত করবে তার প্রশ্ন রয়েই গেল।

Related Articles