Sambad Samakal

Bus owners Protest: রাজপথে দড়ি দিয়ে টানা হচ্ছে খালি বাস! অভিনব প্রতিবাদ বাস মালিকদের

Oct 24, 2021 @ 2:24 pm
Bus owners Protest: রাজপথে দড়ি দিয়ে টানা হচ্ছে খালি বাস! অভিনব প্রতিবাদ বাস মালিকদের

শনিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি করতে শুরু করেছে। আর আজ, রবিবার, ডিজেল সহ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূলবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ সংগঠিত করলেন কলকাতার বাস মালিকরা। মহম্মদ আলি পার্কের সামনে থেকে মিছিল করে একটি খালি বেসরকারি বাসকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বাস মালিকরা। বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেন পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা থাকলেও পুলিশ আগেই মিছিল আটকে দেয়।

বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের-এর ডাকে এই অভিনব প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। প্রতিবাদরত বাস মালিকদের দাবি, ডিজেলের দাম যে হারে বাড়ছে, তাতে আগামীদিনে আর বাস চালানো সম্ভব নয়। অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে ডিজেল সহ পেট্রোপণ্যের দাম কমাতে ব্যবস্থা নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *