Sambad Samakal

Para olympics: প্যারালিম্পিক্সে পরপর সাফল্য ভারতের, সোনার পর এল রুপো, ব্রোঞ্জ

Aug 30, 2021 @ 11:55 am
Para olympics: প্যারালিম্পিক্সে পরপর সাফল্য ভারতের, সোনার পর এল রুপো, ব্রোঞ্জ

টোকিয়ো প্যারালিম্পিক্সে পরপর সাফল্য ভারতের। সোমবার সকালে এয়ার রাইফেল শ্যুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন অবনী লেখারা। ২৪৯.৬ পয়েন্ট পেয়ে প্যারালিম্পিক্সে বিশ্ব রেকর্ডও গড়েন তিনি। তারপরই ডিসকাস থ্রো-তে রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া। আবার জ্যাভেলিন থ্রো-তে রূপো জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া এবং ব্রোঞ্জ জিতলেন সুন্দর সিং গুরজার।

প্যারালিম্পিক্সে অবনীর হাত ধরেই প্রথম সোনা এল ভারতে। তাই উচ্ছ্বসিত গোটা দেশ। অবনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স। আমাদের সকলের হৃদয় জিতে নেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। যোগ্য প্রতিযোগী হিসেবেই সোনা জিতে নিয়েছেন অবনী। তোমার প্রতিভা এবং প্যাশনের জোরেই তুমি সোনা জিতে নিয়েছো। দেশের খেলাধুলার জন্য এটি খুবই গর্বের মুহূর্ত। ভবিষ্যতের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।’ এরপর রুপোজয়ী যোগেশ, দেবেন্দ্র এবং ব্রোঞ্জজয়ী সুন্দরকেকেও শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, রবিবারই প্যারালিম্পিক্সে টেবিল টেনিস ইভেন্টে রুপো জিতে প্রথম ইতিহাস গড়েন ভাবিনা প্যাটেল। তারপর নিশাদ কুমারও হাই জাম্পে রুপো জয় করেন।

Related Articles