Sambad Samakal

Hollywood: মাথাচাড়া দিয়েছে বিতর্ক, জৌলুসহীন গোল্ডেন গ্লোব

Jan 11, 2022 @ 7:38 pm
Hollywood: মাথাচাড়া দিয়েছে বিতর্ক, জৌলুসহীন গোল্ডেন গ্লোব

ছিল না সেই পরিচিত রেড কার্পেট, না ছিল ফ্ল্যাশলাইটের ঝলকানি। রীতিমতো জৌলুসহীনভাবে অনুষ্ঠিত হল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ইতিপূর্বে মা কখনও প্রত্যক্ষ করা যায়নি। করোনা অতিমারি যদি তার একটি কারণ হয়, তবে তার চেয়েও একটি বড় বিষয় হল কৃষ্ণাঙ্গ ভোটার বিতর্ক। এই অ্যাওয়ার্ডসের অন্যতম আয়োজক হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন তথা এইচ‌এফপিএ সম্প্রতি প্রকাশ্যে আনেন যে, তাদের প্যানেলে কোনও কৃষ্ণাঙ্গ ভোটার নেই। এর প্রভাব পড়ে পুরস্কারের উপরে। এমনকী ঘুষ নিয়ে পুরস্কার দেওয়ার অভিযোগ‌ও ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কৃষ্ণাঙ্গ ভোটার না থাকার অভিযোগটি মেনে নিয়ে এইচ‌এফপিএ জানায়, প্যানেলে সংশোধন প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু তাতেও কাজ হয়নি। অধিকাংশ হলিউড স্টাররাই এই অনুষ্ঠান বয়কট করেন। এমনকী, কোন‌ও চ্যানেল‌ও অনুষ্ঠান টেলিকাস্ট করতে রাজি হয়নি। খুবই সাধারণভাবে ৭৯ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ঘোষণা করা হয়। এবারের সেরা ছবি (ড্রামা) হয়েছে ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’।

মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা ছবি ‘ওয়েস্ট সাইড স্টোরি’। সেরা অভিনেতা (ড্রামা) উইল স্মিথ, ‘কিং রিচার্ড’ ছবির জন্য। সেরা অভিনেতা (মিউজিক্যাল কমেডি) অ্যান্ড্রু গারফিল্ড, ‘টিক, টিক.. বুম’-এর জন্য। ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ছবির জন্য রেচেল জেগলার পেয়েছেন মিউজিক্যাল ও কমেডি বিভাগে সেরা অভিনেত্রীর সন্মান। ড্রামা বিভাগে ‘বিইং ধর্ম রিকারডোস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নিকোল কিডম্যান। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জেন ক্যাম্পিয়ান, ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ ছবির জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *